মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৯ ডিসেম্বর সোমবার প্রথম প্রহরে উপজেলার সরারচর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের হামিদুর রহমান শামীমের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এ ব্যাপারে তার নিকট আত্মীয় একজনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চোরেরা রাতে শামীমের ঘরে প্রবেশ করে আলমারি ও বিভিন্ন তৈজসপত্র মাঠে নিয়ে আসে।
এ সময় স্বর্ণ ও নগদসহ আনুমানিক লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরে সকালে গিয়ে মাঠে অপ্রয়োজনীয় জিনিস ও কাপড়-চোপড় দেখতে পায় এলাকাবাসী।
রির্পোট তৈরির আগ মুহূর্ত পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।