মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে চলতি রবি মৌসুমের শুরুতে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকেরা। আবাদি জমি প্রস্তুত থেকে শুরু করে বীজতলা তৈরি, সবজির চারা রোপণ, সেচ দেয়া, সার প্রয়োগসহ জমির আগাছা পরিস্কারের মতো নানাবিধ কাজ করছেন তারা। উপজেলার পৌরশহরসহ ১১ ইউনিয়নের সব জায়গায় শীতকালীন সবজি আবাদ উপযোগী না হলেও পৌরশহর ও পিরিজপুর, হালিমপুর, সরারচর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলের জমিগুলোতে চলছে প্রচুর সবজি চাষ।
এ বছর উপজেলায় আবাদকৃত সবজির মধ্যে রয়েছে লাউ, শিম, টমেটো, মুলা, পালং শাক, ফুলকপি, আলু, বেগুন, করলা প্রভৃতি।
২৭ ডিসেম্বর সরেজমিনে উপজেলার সবজি ভাণ্ডার বলে খ্যাত পিরিজপুর ইউনিয়নের কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, কেউ ফসলি সবজি ক্ষেতে ঝাঁকা দিচ্ছেন। আবার কেউ টমেটো গাছের পাতা ছাঁটছেন।
এ সময় কুদ্দুস মিয়া নামের একজন লাউ চাষীর সাথে কথা হয়। তিনি জানান, আল্লাহর রহমতে আমি প্রায় দেড় কানি (একর) ক্ষেতে লাউ চাষ করেছি। লাউ ধরতে শুরু করেছে, বিক্রিও করতেছি। গতবারের চেয়ে এবার লাউয়ের বাজার কম থাকলেও আশা করি শেষ পর্যন্ত ভাল বিক্রি হবে।
একই মাঠের একজন আলু চাষী সেলিম মিয়া জানান, আলু চাষ করছি এক কানি (একর) ক্ষেতে। প্রথমদিকে আলুর বীজ রোপণের পর অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে অনেক বীজ নষ্ট হয়ে যাওয়ায় পরে আবার বীজ রোপণ করছি। আশা করি আবহাওয়া ভাল থাকলে আশানুরূপ ফলন পাব।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এবিএম রাকিবুল হাসান জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে সবজি আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।