মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন শিক্ষার্থী।
উপজেলার মোট ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৬টিতে ১৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১০৬ জিপিএ-৫ নিয়ে পৌরশহরের ভাগলপুরে প্রতিষ্ঠিত স্বনামধন্য বিদ্যাপীঠ আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ এবারও উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে।
এছাড়াও ভাগলপুরের আরেক বিদ্যাপীঠ বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয় ২৫ জিপিএ-৫ নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১৭ জিপিএ-৫ নিয়ে তৃতীয় স্থানে আছে হাফেজ আব্দুর রাজ্জ্বাক পাইলট উচ্চ বিদ্যালয়।
রাজ্জাকুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ ১২ জিপিএ-৫ নিয়ে আছে ৪র্থ অবস্থানে। এবং সরারচর সৌদামীনি সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় ও হালিমপুর উচ্চ বিদ্যালয় ৩ জিপিএ-৫ নিয়ে যৌথভাবে আছে পঞ্চম স্থানে।