নিজস্ব প্রতিবেদক ।।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন নিকলী উপজেলার প্রাক প্রাথমিক ও কুরআন শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেছে।
রোববার ১ জানুয়ারি নিকলী কেন্দ্রীয় মসজিদ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জালাল উদ্দিন জানান, উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও মসজিদে প্রাক প্রাথমিক ও কুরআন শিক্ষার ৫৪টি কেন্দ্রে সকাল ১০টায় একই সময়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শিশুদের হাতে তুলে দেয়া হয়।