রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মহাজনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলা সদরের মোহরকোনা গ্রামের মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মহাজন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবারের সূত্রে জানা গেছে, তিনি শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার ৪ জানুয়ারি চিকিৎসার জন্য ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে নেয়ার সময় পথেই বিকাল ৩টার সময় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। রাত সাড়ে আটটায় নিকলী ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিকলী উপজেলা প্রশাসন এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করে।

জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে আমাদের নিকলী ডটকম পরিবার গভীর শোক জানিয়েছে।

Similar Posts

error: Content is protected !!