মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গাজিরচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ২৩ জানুয়ারি সোমবার রাত ৮টার দিকে তিনি ইন্তেকাল করছেন। ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় নিজ বাড়ি বড় ঘাগটিয়ায় মরহুমের জানাযার নামাজ শেষে দাফন করা হবে।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সদস্য, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ মিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. আফজাল হোসেন গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।