নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী জিসি পাইলট স্কুলে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ জানুয়ারি সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক কারার আবদুর রশিদের সভাপতিত্বে ও রুবেল মাহমুদ রবিনের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে আলোচনা করেন প্রধান অতিথি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কারার গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য হাজী নুরুল আমিন, সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন, সিনিয়র শিক্ষক অজিত দাস, সদস্য আলী হোসেন মেম্বার প্রমুখ।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।