মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে শত শত শিক্ষার্থীর মাঝে এ টিফিন বক্স বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মাস্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।