আওয়ামীলীগের মানববন্ধন

উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের পকেট কমিটির পরিবর্তে সব সদস্যের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের দাবিতে গতকাল রোববার নিকলী-কিশোরগঞ্জ সংযোগ সড়কের ওপর মানববন্ধন করেছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। এ সময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন নিকলীতে প্রবেশ করতে চাইলে মানববন্ধনকারীরা পথরোধ করে। তিনি মানববন্ধনকারীদের দাবির প্রেক্ষিতে কমিটি গঠনের আশ্বাস দিলে তারা রাস্তা অবমুক্ত করেন। নিকলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন এ প্রতিনিধিকে জানান, ৮ নং ওয়ার্ডের কমিটি গঠন অনেক আগেই হয়ে গেছে।

Similar Posts

error: Content is protected !!