বিশেষ প্রতিনিধি ।।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে রোববার ১২ মার্চ নিজ এলাকা কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা সফরে আসছেন। প্রথম দিন বেলা ১২টায় নিজ উপজেলা মিঠামইনের হেলিপ্যাডে তার অবতরণ করার কথা রয়েছে। এরপর দুপুর দেড়টায় তিনি মিঠামইনের বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনা উদ্বোধন ও পরিদর্শন করে সুধি সমাবেশে যোগ দেবেন।
কামালপুর গ্রামের পৈত্রিক বাড়িতে রাতযাপন করে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে সোমবার ১৩ মার্চ বেলা সোয়া ১২টায় পার্শ্ববর্তী ইটনা উপজেলা সদরে পৌঁছবেন। সেখানে বেলা সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তিনি বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। এরপর মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন শেষে সরকারি আবদুল হামিদ কলেজের ২০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন।
ইটনার জেলা পরিষদ ডাকবাংলোয় রাতযাপন করে তিনি পরদিন মঙ্গলবার বেলা ১২টায় হেলিকপ্টারযোগে যাবেন হাওরের অপর উপজেলা অষ্টগ্রামে। সেখানে তিনি বেলা ১২টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অষ্টগ্রাম রোটারি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান ও সুধি সমাবেশে যোগ দেবেন। পরে সেখানেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন।
জেলা পরিষদের ডাকবাংলোয় রাতযাপন করে বুধবার ১৪ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত অষ্টগ্রামের বিভিন্ন সড়ক ও উন্নয়ন কাজ পরিদর্শনশেষে রাষ্ট্রপতি সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে তার সফরসূচিতে উল্লেখ রয়েছে।