নিজস্ব প্রতিবেদক ।।
হঠাৎ ঝড়-বৃষ্টিতে নিকলী উপজেলার হাওরের ভূট্টা গাছ মাটিতে নুয়ে পড়েছে। গত কয়েকদিনের দমকা হাওয়াসহ ভারি বৃষ্টি হয়। এ সময় হাওরে শত শত একর ভূট্টা ক্ষেত ফলসহ মাটিতে হেলে যায়।
আর কিছুদিন পরেই এ সকল মোচা ক্ষেত থেকে তোলা হতো। হঠাৎ দুর্যোগের কবলে পড়ে এ সকল জমি ক্ষতির শিকার হয়েছে। এ অবস্থায় দুশ্চিন্তায় আছে চাষীরা।
সরেজমিনে দামপাড়ার হাওরে ভূট্টা ক্ষেতে গিয়ে দেখা যায় বাতাসে ছড়িসহ ভূট্টা গাছ পড়ে আছে। নিকলী সদর ইউনিয়ন বড়পুকুর পাড়ের ভূট্টা চাষী শাহজাহান মেম্বার জানান, জোয়ানশাহী হাওরে বেশি ভূট্টা ক্ষেত ঝড়ের সময় মোচাসহ মাটিতে পড়ে গেছে। ক্ষতির আশংকা ও দুশ্চিন্তায় আছে কৃষক।