খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরে মঙ্গলবার ২১ মার্চ বিকেলে পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে আরিফ মিয়া (১২) মারা গেছে। সে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আল আমীনের ছেলে। এ সময় আহত হয়েছে একই গ্রামের নাসির মিয়ার মেয়ে সাঞ্জিদা আক্তার (৮)। তাকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর গ্রামের আল আমীনের ছেলে আরিফ মিয়া ও একই গ্রামের নাসির মিয়ার মেয়ে সাঞ্জিদা আক্তার পায়ে হেঁটে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুরমা গ্রামে বারনী মেলায় যাচ্ছিল। পথে বিকেল সাড়ে ৩টার দিকে খালিয়াজুরী উপজেলার দিয়ারাকান্দা গ্রামে আরিফ পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাকে বাঁচাতে গিয়ে সাঞ্জিদা আক্তার তরিতাহত হয়। এলাকাবাসী তাকে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
খালিয়জুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।