বাজিতপুরে শিক্ষা, উন্নয়ন ও সমাজকল্যাণে বিশেষ অবদানে এমপিকে সংবর্ধনা

বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষা, উন্নয়ন ও সমাজকল্যাণে বিশেষ অবদান রাখায় স্থানীয় (কিশোরগঞ্জ-৫, বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেনকে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ মার্চ শুক্রবার বিকালে পৌরশহরের নাজিরুল ইসলাম কলেজিয়েট বিদ্যালয় প্রাঙ্গণে বাজিতপুরের এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা তাকে এ সংবর্ধনা প্রদান করেন।

নাজিরুল ইসলাম কলেজিয়েট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ আফজলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেনকে নৌকার রেপ্লিকা ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শৈলেশ্বর দাস, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া প্রমুখসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ, আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!