কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক ।।
কিশোরগঞ্জের কটিয়াদী-মঠখোলা সড়কের বেতাল নামক স্থানে টমটমের চাকায় গলায় ওড়না পেঁচিয়ে এক পূণ্যার্থী স্কুলছাত্রী মারা গেছে। নিহতের নাম পূর্ণিমা বর্মন পিংকি (১৩)। পূর্ণিমা কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
মঙ্গলবার ৪ এপ্রিল ভোরে পরিবারের অন্য সদস্যদের সাথে নিহত পূর্ণিমা কটিয়াদী থেকে ১০ কিলোমিটার দূরে মঠখোলা ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করতে যায়।
বাড়ি ফেরার পথে রাস্তায় টমটমের চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মারাত্মক আহত হয়। তাকে দ্রুত কটিয়াদী স্বাস্থ্য কমেপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিংকি কটিয়াদী পৌর এলাকার দড়িচরিয়াকোনা মহল্লার পরিতোষ বর্মনের মেয়ে।