আকস্মিক প্লাবন থেকে হাওরাঞ্চল রক্ষায় ক্যাপিটাল ড্রেজিং জরুরি : রাষ্ট্রপতি

আমাদের নিকলী ডেস্ক ।।

রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর অঞ্চলের বন্যা দুর্গতদের সাথে সংহতি প্রকাশ করে বলেছেন, পাহাড়ী ঢলে সৃষ্ট আকস্মিক প্লাবন থেকে হাওরকে রক্ষার জন্য যথাযথ নাব্যতা সৃষ্টি করতে সীমান্ত থেকে ভৈরবমুখী নদীগুলোর ক্যাপিটাল ড্রেজিং অপরিহার্য।

রাষ্ট্রপতি বলেন, প্লাবন থেকে হাওর অঞ্চলকে রক্ষা করতে ক্যাপিটাল ড্রেজিংয়ের ব্যবস্থা করা অবশ্যই প্রয়োজন। এছাড়া টেকসই ডুবন্ত বাঁধ নির্মাণ করাও জরুরি। বাসস

তিনি এখানে গত রাতে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজ, পেশাজীবী, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

ভারতের পাহাড় থেকে ধেয়ে আসা পানির তোড়ে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হাওরের অন্যান্য অঞ্চলে আগাম প্লাবনে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, হাওরের একজন অধিবাসী ও একজন কৃষকের সন্তান হওয়ায় আমি বিরাজমান এই পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন এবং আমাদের এই অবস্থার স্থায়ী সমাধান প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, আমি এ ব্যাপারে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি এবং তিনি আমাকে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী বোরো মৌসুম পর্যন্ত সহায়তা দেয়া হবে। এ ক্ষেত্রে তিনি তার সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, আমি আপনাদের সন্তান এবং দেশের রাষ্ট্রপতি। আমাকে দেশের সব নাগরিকদের নিয়ে চিন্তা করতে হয়। কিন্তু আপনাদের সন্তান হওয়ায় বিষয়টি নিয়ে আমি গুরুত্বের সাথে কাজ করবো এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রীর সাথে আলোচনার ভিত্তিতে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রাষ্ট্রপতি বন্যা কবলিতদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রী ও বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে তাৎক্ষণিকভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

তিনি সম্মিলিতভাবে এ সমস্যা সমাধানে স্বচ্ছল ও স্থানীয় নেতাদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, রেজোয়ান আহমেদ তৌফিক, পীর ফজলুর রহমান মিসবাহ, অ্যাডভোকেট শামসুননাহার রব্বানী, ডা. জয়া সেন গুপ্তা এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এর আগে রাষ্ট্রপতি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর পরিদর্শন করেন।

তিনি মঙ্গলবার ১৮ এপ্রিল সকালে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যুদ্ধক্ষেত্রে তাঁর সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সাথে বৈঠক করেন।

রাষ্ট্রপতি তাদেরকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

Similar Posts

error: Content is protected !!