খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
‘ত্রাণ নয়, অধিকার’ এমন স্লোগান নিয়ে খালিয়াজুরীতে এনজিও ব্র্যাকের উদ্যোগে বৃহস্পতিবার ২৭ এপ্রিল ফসলহারা ২ হাজার ২৫০ পরিবারের মাঝে ৩০ কেজি চালসহ ৫শ করে টাকা ও ১৬শ পরিবারের মাঝে দু’ ধরনের গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
খালিয়াজুরী ব্র্যাক কার্যালয়ে এ অধিকার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী।
এ সময় এখানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইছহাক, ইউএনও মোহাম্মাদ তোফায়েল আহমেদ, প্রেসক্লাব সভাপতি মহসিন মিয়া, পিআইও মো: সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ, ব্র্যাক কর্মকর্তা মো: শাহাজান আলী, মো: মহসিন উদ্দিন, মো: সুরুজ্জামান, সিপিবি নেতা মোহনদেব রায় ও সাংবাদিক আবুল হোসেন।