সৌদি আরবে কিশোরগঞ্জ জেলা সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

হাওরে অকাল বন্যা বিষয়ে কিশোরগঞ্জ জেলা সমিতি সৌদি আরবের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ এপ্রিল সৌদি আরবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৌদি আরবে বসবারত কিশোরগঞ্জবাসীদের সংগঠন কিশোরগঞ্জ জেলা সমিতি’র সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মস্তুফা জামান ও ইঞ্জিনিয়ার জহির রায়হান, আব্দুল খালেক টিটু।

সৌদি আরবে বসবাসরত কিশোরগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা উমর ফারুক এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সৌদি আরবের বিভিন্ন প্রদেশে বসবাসরত অনেকেই উপস্থিত হন হাওরাঞ্চলের দুর্দশার কথা শুনতে ও বলতে। সরকারের প্রতি সমিতির পক্ষ থেকে নিম্নোক্ত দাবি-দাওয়া তুলে ধরা হয়। দাবিগুলো তুলে ধরেন কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি মোজাম্মেল হক। সকলেরই দাবি বিস্তৃত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক।

দাবি-দাওয়া সমূহ:
১) ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফকরণ
২) পরবর্তী কৃষি মৌসুমে কৃষকদের বিনানূল্যে বীজ প্রদান করা
৩) অর্ধেক মূল্যে সার বিতরণ
৪) অর্ধেক মূল্যে কিটনাশক দেয়া
৫) অর্ধেক মূল্যে সেচের জন্য ডিজেল প্রদান
৬) কৃষিকাজে সুবিধার জন্যে নতুন বাঁধ তৈরি করা
৭) নদীর নাব্যতার জন্য নদীগুলো পুনঃখনন
৮) পুরাতন বাঁধগুলো মেরামতকরণ
৯) দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করারও দাবি জানানো হয়
১০) এমন কি এনজিও ঋণসহ সকল প্রকার ঋণ মওকুফ করতে হবে
১১) যে সব কর্মকর্তাদের গাফিলতি ও দুর্নীতির কারণে এই সব বাঁধ সংস্কার হয়নি এবং এই দুর্যোগময় অবস্থার সৃষ্টি হয়েছে তাদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানানো হয়।

Similar Posts

error: Content is protected !!