জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ নিকলী সমিতির মানববন্ধন শুক্রবার

নিজস্ব প্রতিনিধি।।

বিস্তৃত হাওরাঞ্চল ও নিকলী উপজেলা অকাল বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের প্রায় পুরো ফসলেরই ক্ষতি সাধন হয়েছে এ সময়ে।

ঢাকায় বসবাসকারী নিকলীবাসীদের সংগঠন “ঢাকাস্থ নিকলী সমিতি” বিস্তৃত হাওরাঞ্চল ও নিকলী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আগামী ৫ মে শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে।

ঢাকায় বসবাসরত নিকলীর সবাইকে উক্ত মানববন্ধনে সবান্ধব উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে : মুশতাক আহম্মদ লিটন (০১৭১১৬৬৪৬২৬, ০১৬১১৬৬৪৬২৬)।

Similar Posts

error: Content is protected !!