খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে খালিয়াজুরী উপজেলার ১৭ হাজার ৭০ হেক্টর ফসলী জমি তলিয়ে যায়। আর অসহায় হয়ে পড়ে ২৫ হাজার কৃষক পরিবার। ফলে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়। চলছে ত্রাণের জন্য হাহাকার।
এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পাশে দাঁড়িয়েছে ২৪তম বিসিএস ফোরাম। ৬ মে শনিবার বিকালে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে ২৪তম বিসিএস ফোরামের পক্ষ থেকে সভাপতি মোঃ বদরুল হাসান লিটন ক্ষতিগ্রস্ত ১শ’ পরিবারের মাঝে ৫শ’ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে তারা ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার এনডিসি সুজন চন্দ্র সরকার, রফিকুল ইসলাম সজল, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফায়েল আহমেদ, মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার প্রমুখ।