নিকলীতে আকস্মিক ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড কয়েক গ্রাম

নিজস্ব প্রতিনিধি ।।

আকস্মিক ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে গেছে নিকলী উপজেলার কয়েক গ্রামের গাছপালা ও ঘরবাড়ি।

আজ শনিবার (২০ মে ২০১৭) দুপুরের পরে ঝড় শুরু হলে তাতে কারপাশা ইউনিয়নের জালালপুর বাজার ও আশপাশের কিছু টিনের ঘর, গাছপালা উপড়ে পড়ে। জানা যায়, এ সময় জালালপুরে স্থাপিত গ্রামীণফোনের টাওয়ার ভেঙ্গে গেছে। তবে তাতক্ষণিক এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

মজলিশপুরের পশ্চিম দিকের হাওরে অবস্থিত পাহাড়খানের ভিটার পূর্ব দিকের ঘরটি হাওরের মাঝখানে উড়িয়ে নিয়ে গেছে বলে এলাকাবাসী জানান।

তাছাড়া বড়হাটি নামক গ্রামে বিরাট একটি গাছের ডালপালা ভেঙ্গে পড়লে তাতে গাছের নিচে থাকা একজনের ঘর ভেঙ্গে মাটিতে পড়ে যায়। ঝড় শুরু হওয়ার পরপরই ঝড়ের তাণ্ডব দেখে সবাই ঘর থেকে বের হয়ে যায়। ঘরে কেউ না থাকায় কোন মানুষজনের ক্ষতি হয়নি।

Similar Posts

error: Content is protected !!