এস. সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। রোববার ২১ মে রাত ৩টায় উপজেলার পুলেরঘাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, পুলেরঘাট বাজারের পাকুন্দিয়া রোডের মরহুম সৈয়দ মতিউর রহমান মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ সময় নজরুল ইসলামের প্রীতি ডেকেরেটরের ১২ লাখ টাকা, সৈয়দ হানিফের ভাই ভাই সাইকেল স্টোরের ৪ লাখ টাকা, জসিম উদ্দিনের দোকানে ৭ লাখ টাকা, জামানের লাইফ ডেন্টাল ক্লিনিক ১২ লাখ টাকা, প্রদীপ সাইকেল স্টোরের ৩ লাখ টাকা, জিন্নাত আলীর চায়ের দোকানের ২ লাখ টাকা ও মার্কেটের আশেপাশের ক্ষতিসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।