জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা শফিউল আলম প্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। সেই সাথে জাগপা’র সকল নেতাকর্মী ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, শফিউল আলম প্রধানের শূন্যতা ইসলামি মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির অপূরণীয় ক্ষতি। জাতি আজ আধিপাত্যবাদী দেশবিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলার একজন আপসহীন কণ্ঠস্বরকে হারালো। আর আমি হারালাম আমার একজন নিঃস্বার্থ অভিভাবক।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি