ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার ছবি ক্রমশই দর্শকের মনে উন্মাদনা তৈরি করছে। ঈদ উপলক্ষে শাহরুখ ছোট ছেলে আবরামের সঙ্গে নিজের ছবি টুইটারে প্রকাশ করতেই হুলুস্থূলু পড়ে গিয়েছিল। ‘কিউট’ আবরামকে নিয়ে টুইটারে প্রতিক্রিয়া সুনামি পুরো। আর এখন যদি শোনেন বাবার হ্যাপি নিউ ইয়ার ছবিতে এই ছোট্ট আবরামই অভিষেক ঘটতে চলেছে তখন?
সূত্রের খবর অনুযায়ী, হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখের স্ত্রী গৌরি খান ছেলে আবরামের সঙ্গে একটি স্পেশ্যাল গেস্ট অ্যাপিয়ারেন্স দেবেন। এ খবরটি জানিয়েছেন রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এ কো-ফাউন্ডার গৌরি খান স্বয়ং। ওম শান্তি ওম ছবির পর ফের আবার ফের বড়পর্দায় দেখা যাবে গৌরিকে। এই খবরটির মজা আরো দ্বিগুণ হবে কারণ গৌরীর সঙ্গে এবার বড়পর্দায় দেখা যাবে আবরামকেও।
কিং খানের বড় ছেলে আরিয়ান যেমন ছোটবেলায় কভি খুশি কভি গম ছবিতে শাহরুখেরই ছোটবেলার একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। এবার আবরামের পালা। দীপাবলী উপলক্ষে আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে হ্যাপি নিউ ইয়ার। আর বড়পর্দায় আবরামের অভিষেক নিয়ে বেশ নতুন চমকদার প্রচারের পরিকল্পনা করেছে হ্যাপি নিউ ইয়ার টিম।
কিং খানের বড় ছেলে আরিয়ান যেমন ছোটবেলায় কভি খুশি কভি গম ছবিতে শাহরুখেরই ছোটবেলার একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। এবার আবরামের পালা। দীপাবলী উপলক্ষে আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে হ্যাপি নিউ ইয়ার। আর বড়পর্দায় আবরামের অভিষেক নিয়ে বেশ নতুন চমকদার প্রচারের পরিকল্পনা করেছে হ্যাপি নিউ ইয়ার টিম।