কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে কলেজছাত্র আব্দুল্লাহ বিন-ইহাদ (১৮) হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্বজনেরা। সোমবার ২৯ মে সকালে শহরের কালীবাড়ী এলাকার স্টেশন রোডে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত কলেজছাত্র আব্দুল্লাহ বিন-ইহাদের তিন ভাই হৃদয় আহমেদ, রিয়াদ আহমেদ ও শিহাদ আহমেদ, চাচাতো ভাই রুয়েল আহমেদ, জামান আহমেদ ও আনোয়ার হোসেন ছাড়াও টিপু সুলতান, মো. হামিদ, জহিরুল ইসলাম কালাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বজনেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজছাত্র আব্দুল্লাহ বিন-ইহাদ হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না।
স্বজনেরা জানান, করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটির আজিজুল হকের ছেলে আব্দুল্লাহ বিন-ইহাদ করিমগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। সে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং জেএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। মেধাবী এই কলেজছাত্রকে গত ২৩ মে দুপুর ২টার দিকে একই গ্রাম দেওপুর কাজলাহাটির লুৎফর রহমানের ছেলে প্রান্ত মিয়া ও কবির উদ্দিনের ছেলে সাদ্দাম ডেকে নিয়ে যায়। পরে কলেজছাত্র আব্দুল্লাহ বিন-ইহাদ আর বাড়ি ফিরে আসেনি।
দুইদিন পর গত ২৫ মে সকাল ৭টার দিকে তাড়াইল থানার মাগুড়ী হাওরের বালুর মাঠ মন্ত্রীর বাজার সংলগ্ন হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত কলেজছাত্রের মা ললিতা বেগম বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখ ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুন ও লাশ গুমের অভিযোগে তাড়াইল থানায় গত ২৬ মে মামলা (নং-৯) করেন। কিন্তু আসামিদের কাউকে অদ্যাবধি গ্রেফতার করেনি পুলিশ। মানববন্ধন থেকে আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।