কিশোরগঞ্জে জামায়াত নেতার বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

dead body

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জে জামায়াত নেতা জৈন উদ্দিনের বাসায় গৃহকর্মী আন্নার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। জৈন উদ্দিন এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও তা মেনে নিচ্ছেন না গৃহকর্মীর পরিবার। আর তাই এ ব্যাপারে গৃহকর্মী আন্নার বড় ভাই বাদল মিয়া বাদী হয়ে জৈন উদ্দিন, তার স্ত্রী, দুই ছেলে ও কয়েকজনকে অজ্ঞাতনামা করে সদর মডেল থানায় মামলা রুজু করেছেন।

এদিকে ঘটনার সময় জৈন উদ্দিনের স্ত্রীর সাথে জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপের উপস্থিতি আর জৈন প্রদীপের দুই রকম বক্তব্যে রহস্য আরও জট পাকিয়েছে।

অন্যদিকে ২৩ মে মঙ্গলবার শহরের হয়বত নগর এলাকায় জানালার গ্রিলের কাছে পা লেগে থাকা সোফায় ওড়না পেঁচিয়ে অবাস্তব এ মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা পরিষদ। ২৯ মে সোমবার শহরের পরম চত্বরে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবর স্মারকলিপিও প্রদান করেছে তারা। এসময় জেলা মহিলা পরিষদের আহ্বায়ক সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক মায়া ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা শামসুল হাবিব জানান, বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত রির্পোটের পরেই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Similar Posts

error: Content is protected !!