বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিকলীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ।।

নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্ল্যান বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস-২০১৭ উপলক্ষে সোমবার ৫ জুন সকাল ১০টায় স্কুল অব আর্ট-নিকলীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক ক্ষুদে আঁকিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার নিচ্ছে হাজরা মোমেন ডিঙ্গি

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে “আমি প্রকৃতির, প্রকৃতি আমার” এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালির পর উপজেলা পরিষদ সভাকক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্ল্যান বাংলাদেশ নিকলীর সমন্বয়কারী মো. ইকবাল হোসেন।

এ সময় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম প্রধান অতিথি, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুজ্জামান হাবীবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিন একই বিষয়ে ব্লু বার্ড কিন্ডার গার্টেন নামে অপর একটি বিদ্যালয়েও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খ গ্রুপে ১ম হাজরা মোমেন ডিঙ্গির আঁকা

চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল :

”ক” দল (শিশু-২য় শ্রেণি পর্যন্ত) : ১ম নিলয় সাহা (নার্সারী), ২য় অন্বেষা সাহা (নার্সারী), তৃতীয় দর্পণ।
”খ “ দল (৩য়-৫ম শ্রেণি পর্যন্ত) : ১ম হাজরা মোমেন ডিঙ্গি (৪র্থ শ্রেণি), ২য় অধরা হক পূর্ণতা (৫ম শ্রেণি), ৩য়-ফারজানা।
“গ” দল (৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত) : ১ম- উৎস (৬ষ্ঠ), ২য় খায়রুন্নাহার আভা (৮ম), ৩য় উম্মে হানি আঁচল (১০ম)।

Similar Posts

error: Content is protected !!