মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। ১৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের মধ্যপাড়া এলাকায় অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাকুন্দিয়া উপজেলার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুল আজিজ (৮০) মারা যান। এছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় টমটমচালক মোহাম্মদ খোকন মিয়া (৪০) নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলার চরিয়াকোনা গ্রামের বিল্লাল মিয়া (২১), পশ্চিমপাড়া গ্রামের অহিদ মিয়া (৩৪), একই গ্রামের এমরান মিয়া (১৫), পাকুন্দিয়া উপজেলার অটোচালক শাহজাহান (৪৪) সহ আরো তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কের মধ্যপাড়া এলাকায় অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আব্দুল আজিজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে টমটমচালক খোকন মারা যায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।