মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের সদর উপজেলায় টমটম ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান নামের এক মোটর সাইকেল আরোহী নিহত ও তার বোন আহত হয়েছেন। ১৭ জুন ভোরে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের চৌদ্দশত ইউনিয়নের জালোয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবুর রহমান (৩৫) ও গুরুতর আহত তার ছোট বোন তানিয়া নাসরিন ইতি (২৭) পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের টান সালুয়াদী চেয়ারম্যান বাড়ির মোস্তফা মিয়ার ছেলে মেয়ে।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত মাহাবুবুর জেলা শহরের হারুয়া এলাকার একটি প্রাইভেট কোচিংয়ের শিক্ষক। শনিবার সকালে জেলা শহরের বাসা থেকে মাহাবুবুর রহমান ও তার ছোট বোন ইতি মোটরসাইকেল যোগে টান সালুয়াদী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের জালোয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহাবুবুর রহমান নিহত হন। পরে স্থানীয়রা তার সাথে থাকা ছোট বোনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।