নিজস্ব প্রতিবেদক ।।
উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার ১৯ জুন নিকলীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে নিকলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য বিতরণের উদ্দেশ্যে রাঙামাটি যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।