দক্ষিণ দামপাড়া পূর্বহাটিতে সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক ।।

দক্ষিণ দামপাড়া পূর্বহাটি (পরিস্কার বাড়ি) গ্রামের আব্দুল হেকিম রাজমিস্ত্রির বাড়িতে ২১ জুন বুধবার চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, আব্দুল হেকিমের এক ছেলে রায়হান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তার ছোট ভাই জুম্মান সিঙ্গাপুর প্রবাসী। চলতি মাসের প্রথমদিকে ছুটিতে বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যার পর শোবার ঘরে তালা দিয়ে তারা বাইরে যান। রাত ১১টার দিকে ফিরে দেখে তালা ভাঙা। ঘরে ঢুকে সবাই বুঝতে পারেন চুরি হয়েছে।

এ সময় প্রবাসী জুম্মানের বালিশের নিচে থাকা মানিব্যাগসহ বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গেছে। মানিব্যাগে ছিলো কিছু বাংলাদেশি টাকা, সিঙ্গাপুরি ডলার, সিঙ্গাপুরের পারমিট কার্ড, এটিএম কার্ড, বাস কার্ড। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও হারিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষে জানানো হয়েছে, তাদের বাড়ির আশপাশে একটি চক্র রয়েছে যারা চুরি ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত। অনেক ঘটনার ব্যাপারে পাশের লোকজন জানলেও এই চক্রের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয় না। এ ঘটনায় নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উল্লেখ্য, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে বেশ কয়েক বছর যাবত মাদকের নেশা ও কারবার রমরমা। এর ফলে এলাকার ছাত্র-যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। পাশাপাশি সমাজে বিভিন্ন ধরনের বিশৃংখলা সৃষ্টির খবর প্রায়ই শোনা যায়। এলাকার সাধারণ মানুষ এহেন কর্মকাণ্ড থেকে আশু মুক্তিদানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Similar Posts

error: Content is protected !!