নিজস্ব প্রতিনিধি ।।
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাাতিক দিবস উপলক্ষে বুধবার ২৮ জুন বিকালে কিশোরগঞ্জের নিকলীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাদকবিরোধী সংগঠন নিকলী শাখার উদ্যোগে উপজেলার রোদারপুড্ডা বাজারে সহস্রাধিক লোকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির যুগ্ম মহাসচিব ইশতিয়াক আহসান মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রানাউজ্জামান বাবুল, মহাসচিব আরিফুল ইসলাম খোকন, চেয়ারম্যান মিন্নত হোসেন সজিব, মানবজমিন প্রতিনিধি খাইরুল মোমেন স্বপন, জারইতলা ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান মানিক, ইউপি সদস্য আ. কাইয়ুম প্রমুখ।
সমাবেশে মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যেক এলাকাবাসিকে সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা ও স্থানীয় মাদক ব্যবসায়িদের চিহ্নিত করে আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।