মুক্তিযোদ্ধা বাছাইয়ের মামলা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ

আমাদের নিকলী ডেস্ক ।।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে স্থাগিতাদেশ থাকা মামলা নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এই সুপারিশ করা হয়। গত ২২ জুন বৃহস্পতিবার স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাসস

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটি সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইকবালুর রহিম, মো. আফছারুল আমীন, স্বপন ভট্টাচার্য এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যপস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!