ঢাকায় থাকা-খাওয়ার খরচ ওয়াশিংটনের চেয়েও বেশি!

আমাদের নিকলী ডেস্ক ।।

থাকা, খাওয়ার খরচের হিসাবে বাংলাদেশের রাজধানীর অবস্থান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উপরে। অর্থাৎ ওয়াশিংটনের চেয়েও ঢাকার থাকা-খাওয়ার খরচ বেশি।

গবেষণা সংস্থা ‘মার্সা’র কস্ট অফ লিভিং সার্ভের ফলাফল এই তথ্য প্রকাশ করেছে। ওই তালিকার ৩৮তম স্থানে রয়েছে ঢাকা। এরপর ওয়াশিংটন।

তালিকার শীর্ষ শহর হলো দিক্ষিণ-পশ্চিম আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। তারপর হংকং। এই তালিকায় ভারতের সস্তা শহর নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

আর বিশ্বের সবচেয়ে সস্তা শহর তিউনিসিয়ার রাজধানী তিউনিস। বিশ্বের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কর্মীদের জীবনযাত্রার ব্যয় নিরুপণ করতে এই তালিকা প্রকাশ করে থাকে মার্সা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে ভিত্তি ধরে অন্যান্য শহরগুলোর জীবনযাত্রার ব্যয় হিসাব করে থাকে তারা। পাঁচটি মহাদেশের চার শতাধিক শহরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তালিকা প্রকাশ করে থাকে। সেক্ষেত্রে অন্তত ২০০টি বিষয়ের তথ্য নেয়া হয়ে থাকে।

তার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া, পরিবহন ব্যয়, খাবার, পোশাক, গৃহসামগ্রীর দাম ও বিনোদন। মার্কিন ডলারের বিনিময় হারের ওপর লক্ষ্য রেখে এসব বিবেচেনায় নিয়ে ওই তালিকা প্রকাশ করেছে মার্সা। এবারে মার্সা তাদের ২৩তম জরিপের ফলাফল প্রকাশ করেছে।

সূত্র : ওয়াশিংটনের চেয়ে ঢাকায় থাকা-খাওয়ার খরচ বেশি  [দেশে-বিদেশে, ২৫ জুন ২০১৭]

Similar Posts

error: Content is protected !!