কিশোরগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাষ্ট্রপতিপুত্রের চাল বিতরণ

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

কিশোরগঞ্জে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ করলেন রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন। শনিবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার চৌদ্দশত এলাকায় ক্ষতিগ্রস্ত একশ জন কৃষকের মাঝে বিজিবির সহায়তায় এ চাল বিতরণ করা হয়।

একশ জন কৃষকের প্রতিজনকে ২০ কেজি করে চাল দেয়া হয়।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের দ্বিতীয় ছেলে ও রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন আয়োজিত এ চাল বিতরণ অনুষ্ঠানে সহায়তার জন্য বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্ণেল কাজী আনিরুদ্ধসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল হক শেখর, চৌদ্দশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, স্থানীয় সমাজসেবক মো. শাহজাহান প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!