আবদুল্লাহ আল মহসিন ।।
দৃষ্টি প্রতিবন্ধী মোকারম হোসেন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। সে ২৩ জুলাই রোববার প্রকাশিত ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৬৭ পেয়ে পাস করেছে।
মোকারম নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজে ২০১৫ সালে ভর্তি হয়। তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার পশ্চিম সহশ্রাম গ্রামে। দিনমজুর বাবা রফিকুল ও গৃহিণী মা হোসনে আরা বেগমের অভাবের সংসারে মোকারম হাসি ফুটিয়েছে। দরিদ্রতা ও দৃষ্টি প্রতিবন্ধকতার মাঝেও উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে এখন।
এ বছর সে মানবিক বিভাগ থেকে এ মাইনাস পেয়ে এইচএসসি পাস করে। তার প্রাপ্ত পয়েন্ট ৩.৬৭।
উল্লেখ্য, তার কলেজের মোট পরীক্ষার্থী ৪৯১ জন। এর মধ্যে ২৮৩ জন পাস করেছে। জানা গেছে সমগ্র কিশোরগন্জ জেলায় মোকারম হোসেন একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী, যে এইচএসসি পাস করে।
মোকারমরা ৩ ভাই। তিনজনই জন্মান্ধ। এক পরিবারে ৩জন জন্মান্ধ শিশু হওয়ার পরও মানসিকভাবে ভেঙ্গে পড়েননি বাবা রফিকুল। আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবলে বড় ছেলে মোকারমকে তিনি লেখাপড়া করানোর সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্ত সঠিক ছিলো তার প্রমাণ প্রতিটি পদক্ষেপে মোকারম প্রমাণ করতে লাগলেন।
ব্যাপক উৎসাহ থাকার পরও দৃষ্টি প্রতিবন্ধীদের পড়াশোনার ব্রেইল পদ্ধতির বই সহজলভ্য না হওয়ায় কাউকে দিয়ে রেকর্ড করিয়ে পড়তে হয়েছে মোকারমের। রাত-দিন কঠোর পরিশ্রমের ফলস্বরূপ জেএসসিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়। ২০১৪ সালে জিপিএ ৩.৯০ পেয়ে এসএসসি পাস করে।
আমাদের নিকলী ডটকম-এর পক্ষে মোকারমের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।