ঢাকায় ট্রেনে কাটা পড়ে ছাতিরচরের রুবেলের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ।।

বুধবার। ২ আগস্ট। সকাল ৮টা ২০ মিনিট। রোজকার মতো অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলেন নিকলী উপজেলার ছাতিরচরের রুবেল। স্ত্রী-সন্তান নিয়ে রাজধানীতে বসবাসকারী রুবেল ঢাকার মগবাজার ও কারওয়ানবাজারের মাঝামাঝি স্থানে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার বয়স ২৬ বছর।

রুবেল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক বছর বয়সী এক মেয়েসন্তানের বাবা। বিয়ে করেছিলেন দুই বছর আগে। শ্বশুরবাড়ি বরিশালে। ঘটনার দিন তার স্ত্রী-সন্তান বেড়াতে গিয়েছিলেন বরিশালে।

আজ (বুধবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের পোস্টমর্টেম শেষে বিকালে লাশ নিয়ে তার আত্মীয়-স্বজন বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন। তার গ্রামের বাড়ি নিকলীর ছাতিরচরেই তার দাফন হবে বলে জানা গেছে।

Similar Posts

error: Content is protected !!