কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বয়স্ক শিক্ষা কার্যক্রম জেলা প্রশাসনের

আমাদের নিকলী ডেস্ক ।।

নিরক্ষরমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করেছে ‘হিউম্যানেটি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার ৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার গুণধর মরিচখালী গ্রামে এ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল। এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সুলতান মাহমুদ কনিক।

প্রথম পর্যায়ে মরিচখালী ও পাশের জলভাঙ্গা গ্রামের ৬০জনকে স্বাক্ষরতার আওতায় নিয়ে আসার কাজ শুরু করেছে এ সংগঠনটি। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি উপসচিব তরফদার মো. আক্তার জামীল শিক্ষার্থীদের মাঝে আদর্শলিপি বই, খাতা কলম ও হোয়াইট বোর্ড তুলে দেন।

কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ‘হিউম্যানেটি’ সংগঠনটি বয়স্ক শিক্ষা কার্যক্রম ছাড়াও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্র : জেলা প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বয়স্ক শিক্ষা কার্যক্রম  [কিশোরগঞ্জ নিউজ, ৭ আগস্ট ২০১৭]

Similar Posts

error: Content is protected !!