নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ সরকারি হলো

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জ জেলার ১০টি উপজেলার ১০টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। কলেজগুলো হলো- করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুর কলেজ, হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামের রোটারী ডিগ্রি কলেজ, কটিয়াদী কলেজ, কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীর মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়া কলেজ ও মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ।

রোববার (১২ আগস্ট ২০১৮) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব নাছিমা খানম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুর কলেজ, হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামের রোটারী ডিগ্রি কলেজ, কটিয়াদী কলেজ, কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীর মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়া কলেজ ও মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ এই ১০টি কলেজ ছাড়াও সারা দেশের আরো ২৬১টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়।

সূত্র : সরকারি হলো কিশোরগঞ্জ জেলার ১০ বেসরকারি কলেজ  [কিশোরগঞ্জ নিউজ, ১২ আগস্ট ২০১৮]

Similar Posts

error: Content is protected !!