কারার শরীফের নেতৃত্বে নিকলীতে ধান কেটে দিল যুবলীগ

নিজস্ব প্রতিবেদক ।।

সারাদেশের মতো নিকলীতেও বৈশাখের শুরুতে ধানকাটা শুরু হয়েছে। প্রতিবছরের মতো এই বছর নিকলীতে ধানকাটা শ্রমিকের আগমন ঘটেছে কম। শ্রমমূল্য একটু বেশি থাকায় অনেক কৃষক জমির ধান পেকে গেলেও কাটতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় বর্গাচাষী কৃষক গিয়াসউদ্দিন নিকলী বড় হাওরে ৬০ শতাংশ জমির ধান পেকে গেলেও ধানকাটা শ্রমিক ও অর্থাভাবে ধান কাটতে পারছেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে ”দুর্যোগে সংকটে সংগ্রামে মানুষের পাশে” শ্লোগানে নিকলী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফের উদ্যোগে ও নেতৃত্বে নিকলীতে ধান কাটা কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার বিনা খরচে (১ মে ২০২৩) কৃষক গিয়াস উদ্দিনের জমির ধান কেটে মাড়াই করার জন্য খলা পর্যন্ত তুলে দেন তারা।

এ সময় ধান কাটায় আরো যুক্ত ছিলেন অ্যাডভোকেট মাসুদ মোঃ দুলন, জাকির হোসেন রুবেল, আব্দুস সালাম, মোঃ উজ্জ্বল, মোঃ শফিক, শেখ মোহাম্মদ সজীব, মোঃ সন্ধান, মোঃ সোহেল, মোঃ জুয়েল ও ইন্দ্রজিত সূত্রধরসহ দলের অনেক নেতাকর্মী।

যুবলীগ নেতা কারার শরীফের এই উদ্যোগে কৃষক খুবই উপকৃত হয়েছেন। তিনি সবার জন্য দোয়া করেন।

Similar Posts

error: Content is protected !!