ঈদের দিন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নিকলী হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংঘের আয়োজনে নিকলী পুকুরপাড় মাদ্রাসা প্রাঙ্গনে ১৫তম বাৎসরিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর (ওসি-তদন্ত, রাজনগর থানা, মৌলভীবাজার), হযরত মাওলানা মোঃ মাহাবুবুর রহমান (সুপারিনটেনডেন্ট, মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসা), মাওলানা মোঃ আবুল কালাম আজাদ (অধ্যক্ষ, ছাইমুন্নেছা দাখিল মাদ্রাসা, ধুলদিয়া ও ইমাম, নিকলী ঈদগাহ মাঠ), মাওলানা মোঃ আব্দুল্লাহ আল-মহসিন (শিক্ষক নিকলী জি.সি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়), মাওলানা এ.জে. এম শাহাব উদ্দিন (ইমাম, পুকুরপাড় জামে মসজিদ), মোঃ নজরুল ইসলাম (মেম্বার, ৪নং ওয়ার্ড, নিকলী)।

পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী গজল এই দুইটি বিষয়ের ওপর ৩টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতে বড় গ্রুপে করিমগঞ্জের ওয়ালি উল্লাহ ১ম, মধ্যম গ্রুপে পুকুরপাড়ের (নিকলী) শেখ আলিফ ১ম ও ছোট গ্রুপে পুকুরপাড়ের (নিকলী) শেখ জামিল ১ম স্থান অর্জন করেন।

ইসলামী গজল পরিবেশনে বড় গ্রুপে দামপাড়া ইউনিয়নের কামালপুরের মোঃ লোকমান ১ম, মধ্যম গ্রুপে নানশ্রীর মোঃ আলী হোসাইন ১ম ও ছোট গ্রুপে পুকুরপাড়ের (নিকলী) মরিয়ম ১ম স্থান অর্জন করেন।

সঞ্চালনা করেন মাওলানা মোঃ আবে কাউছার ও ব্যবস্থাপনায় ছিলেন ক্বারী মাহাবুবুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, মোঃ এরশাদ, জামাল উদ্দিন সরকার, নাজমুল, ক্বারী আওয়াল, মৌলভী মোঃ সোনালী নূরী, মোকাম্মেল হোসেন, হাবিব মিয়া, মোঃ সেনা মিয়া, মোঃ নওশদসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিক দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ, সিএইচসিপি মোঃ শিহাব উদ্দিন, মাওলানা মোঃ আব্দুল লতিফ, মোঃ মিজানুর রহমান, আজিজুল হক আনাস, আলমাছ, মোঃ বদরুদ্দীন, সজীম, মোঃ সারুয়ার, রাতুল, মোঃ সুজন মিয়া, মোঃ রিয়েলসহ নিকলী হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংঘের সকল সদস্য।

অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীর মাঝে স্থান অনুযায়ী পুরস্কার প্রদান ও দোয়া করা হয়।

Similar Posts

error: Content is protected !!