সৌদিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হোসেনপুরের সবুজ

আমাদের নিকলী ডেস্ক ।।

অভাবের সংসারে সচ্ছলতা আনতে গিয়ে সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সবুজ মিয়া। সবুজের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই তার বাড়িতে চলছে মাতম। নিহত সবুজ মিয়া হোসেনপুর উপজেলার উত্তর পুমদী গ্রামের মৃত খুরশিদ উদ্দিনের ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. মাহজারুল হক জানান, সৌদি আরব থেকে সবুজের সাথে একই বাসায় বসবাস করা এক ব্যক্তি মুঠোফোনে তাদেরকে জানান, সৌদি আরবের আভা নামক স্থানে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সবুজের গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। গত সোমবার সৌদি আরব সময় বিকাল ৫টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে সবুজসহ দুই বাংলাদেশী, এক পাকিস্তানী ও সৌদি আরবের স্থানীয় এক বাসিন্দা নিহত হন।

পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবুজ দুই বছর আগে জমি বিক্রি ও ধার-দেনা করে প্রায় সাড়ে আট লাখ টাকা ব্যয় করে অভাবের সংসারে সচ্ছলতা আনতে স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে কোম্পানির শ্রমিক ভিসায় সৌদি গিয়েছিলেন। কিন্তু পরিবারের সচ্ছলতা আনা তো দূরের কথা ঋণের টাকা পরিশোধ করার আগেই তার নিহতের ঘটনায় এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সবুজের স্বজনেরা।

সূত্র : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সবুজের বাড়িতে মাতম  [কিশোরগঞ্জ নিউজ, ৮ আগস্ট ২০১৭]

Similar Posts

error: Content is protected !!