অষ্টগ্রামে ফের ৫ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আমাদের নিকলী ডেস্ক ।।

অষ্টগ্রামে আবারো শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৮ আগস্ট স্কুল থেকে ফেরার পথে সাড়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। উপজেলার কাস্তুল গ্রামের প্রধান সড়কের পাশে এক ব্যক্তির রান্নাঘরে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে এলাকার বখাটে ময়না মিয়া (২৩)। এ ঘটনায় ধর্ষক ময়না মিয়াকে আটক করেছে পুলিশ। ধর্ষক ময়না মিয়া কাস্তুল ইউনিয়নের বেঙ্গা হাটির সুরুজ মিয়ার ছেলে এবং এক সন্তানের জনক।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে ময়না শিশুটিকে কাস্তুল প্রধান সড়কের পাশের আবদুল আহাদ মিয়া রান্নাঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের পর ধর্ষক ময়না পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আলাল মিয়া ঘটনাটি জানতে পেরে অষ্টগ্রাম থানাকে অবহিত করেন। অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন। পরে সন্ধ্যায় থানার এসআই অজয় কুমার চক্রবর্তী অভিযান চালিয়ে ধর্ষক ময়না মিয়াকে আটক করেন।

অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, ধর্ষণের ঘটনায় ময়না মিয়াকে অভিযুক্ত করে শিশুটির মা থানায় মামলা করেছেন। ময়না মিয়াকে গ্রেফতারের পর তাকে বুধবার ৯ আগস্ট আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিম শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার ধর পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

এর আগে গত ১০ জুলাই অষ্টগ্রামে আরেকটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। অষ্টগ্রামের আড়ারপাড় ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান আকবর নিজ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন।

সূত্র : অষ্টগ্রামে আবারো শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার  [কিশোরগঞ্জ নিউজ, ৯ আগস্ট ২০১৭]

Similar Posts

error: Content is protected !!