আমাদের নিকলী ডেস্ক ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে এবার ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জনের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, চলমান ভোটার হালনাগাদে ১৩ লাখ ৩৩ হাজার ২ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে এবং ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন করেছেন ৬০ হাজার ৮৭৬ জন। সচিব বলেন, হালনাগাদে কমিশনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ লাখ ভোটার। সে হিসাবে লক্ষ্যমাত্রার ৭০ ভাগ পূরণ হয়েছে। হালনাগাদে যে পরিমাণ ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে কমিশন সন্তুষ্ট। বাসস
তিনি বলেন, ভোটার তালিকার হালনাগাদের সময় আর বাড়ানো হবে না। এটি একটি চলমান প্রক্রিয়া হওয়ায় যেকোন সময়ই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া যায়। যে কেউ যে কোন সময় উপযুক্ত প্রমাণ দিয়ে ভোটার হতে পারবেন। সচিব বলেন, তথ্য সংগ্রহকারীদের মধ্যে কেউ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেননি এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ইসি ব্যবস্থা গ্রহণ করবে।
কমিশন সূত্র জানায়, ২০ আগস্ট থেকে নিবন্ধন কেন্দ্রে ৫১৭টি উপজেলায় ৩ ধাপে কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজ শুরু হবে। প্রথম ধাপে ১৮৩টি উপজেলায় ২২ দিনে, দ্বিতীয় ধাপে ২১৬টি উপজেলায় ২৮ দিনে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ২১ দিনে কাজ হবে। এই কার্যক্রম চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারের নাম কর্তন করা যাবে।
এরপর ২ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট এলাকার নির্বাচন অফিসে প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ৩১ জানুয়ারি।
বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ১৮ লাখ ভোটার রয়েছেন। গত ২৫ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ময়মনসিংহে এ কার্যক্রম উদ্বোধন করেন।