নিকলীতে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। এ উপলক্ষ্যে নিকলী জিসি পাইলট স্কুল মাঠ থেকে সকাল সাড়ে ৮টায় একটি শোক র‌্যালি বের হয়।

র‌্যালিতে উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

পরে নবনির্মিত অডিটোরিয়ামে শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা এসি ল্যান্ড কর্মকর্তা সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আক্তার প্রমুখ।

এ ছাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে দোয়া ও কাঙালীভোজের ব্যবস্থা করে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকালে স্ব স্ব প্রতিষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ৭টি ইউনিয়নে শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন ও বিশেষ প্রার্থনা করা হয়।

Similar Posts

error: Content is protected !!