সংবাদদাতা ।।
গত রোববার (১২ এপ্রিল) ভোর বেলা নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের পূর্বপাশে কৈইয়ের কোনা হাওড়ের এক বাতান ঘরে বজ্রপাতে আমিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের বাবা মো: মুর্শিদ আলী জানান, আমি সহ ১০/১২ জন শ্রমিক হাওড়ে ধান কাটার জন্য রাতের বেলা বাতান ঘরে রাত্রিযাপন করি। ভোর বেলা আকাশ মেঘাচ্ছন্ন থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে আমার ছেলে আমিন ঘটনাস্থলে মারা যায় এবং বাতান ঘরে বাইরে থাকা একটি গরু মারা গেছে। মৃত আমিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিম্য নিয়াদিয়া গ্রামে।