নিকলী-কিশোরগঞ্জ রোডে কালভার্ট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত

ছবি সংগ্রহ : জাহিদুল নাইম

নিজস্ব সংবাদদাতা ।।

নিকলী-কিশোরগঞ্জ রোডের রোদারপুড্ডা থেকে করগাঁও যাওয়ার রাস্তায় (নিকলীর শেষ প্রান্ত ও কটিয়াদী উপজেলার শুরু) মামুদপুরের কাছাকাছি ছোট ব্রিজটি (কালভার্ট) রোববার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ধসে পড়েছে।

সেই সাথে নিকলী থেকে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ পায়ে হেঁটে বা অন্য কোনো উপায়ে পুড্ডা হয়ে কিশোরগঞ্জ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে আছে।

হঠাত করেই ব্রিজটি মাঝখান থেকে ভেঙ্গে আলাদা হয়ে দু’দিকে সরে যায়। বর্তমানে বর্ষাকাল হওয়ায় রাস্তার দুইধারে পানি বিরাজিত। তাই এই রাস্তা দিয়ে পায়ে হেঁটেও যাতায়াত করা অনুপযোগী। বর্তমান অবস্থায় এই রাস্তায় চলাচলকারী চালক ও যাত্রী সবাইকে সাবধানে চলাচল করার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করা হয়।

নিকলী এলাকাবাসীর পক্ষে এলাকার বিভিন্ন লোকজন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিকলী-কিশোরগঞ্জ-ময়মনসিংহ যাতায়াতের একমাত্র যোগাযোগ ব্যবস্থা যতটা সম্ভব দ্রুতগতিতে মেরামতের ব্যবস্থা ও বর্তমানে চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!