সিট দেখে অনলাইনে ট্রেনের টিকেট কেনার নতুন নিয়ম

আমাদের নিকলী ডেস্ক।।

অনলাইনে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ট্রেনের টিকেট বিক্রি হয়ে আসছে অনেক আগে থেকেই। তবে অনলাইনে টিকেট কাটলে কোথায় সিট পাওয়া যাচ্ছে, তা জানার উপায় ছিল না। সম্প্রতি সফটওয়্যার আপডেটের মাধ্যমে সিট প্ল্যান দেখে টিকেট বুকিং ও কেনার সুবিধা যোগ করা হয়েছে।

রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

ভ্রমণ তারিখের ১০ দিন আগে টিকেট কেনা যাবে। দেশে প্রচলিত বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং রকেট (ডাচ-বাংলা) দিয়ে এই সেবা পাওয়া যাচ্ছে। এখনও বিক্যাশ ওয়ালেট দিয়ে টিকেট কেনার ব্যবস্থা হয়নি।

ট্রেনের টিকেট কিনতে ‘ই-সেবা’ (https://www.esheba.cnsbd.com/) ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করে ট্রেনের শিডিউল/ভাড়া দেখা থেকে শুরু করে আপনার যাত্রার দিনে টিকেট আছে কিনা তাও জেনে নিতে পারবেন।

সেইসঙ্গে নতুন যুক্ত হওয়া সিট প্ল্যান দেখে পছন্দের আসনে টিকেট বুকিং/কেনার সুবিধা।

অনলাইনে টিকেট কেনার কিছু ধাপ পেরিয়ে আপনি ক্রেডিট কার্ড ও মোবাইল মানির মাধ্যমে টিকেট প্রাপ্তির ই-মেইল পাবেন। যেখানে আপনার টিকেটের বিস্তারিত ও সিক্রেট পাসওয়ার্ড পৌঁছে যাবে।

ভ্রমণের দিনে ট্রেন ছাড়ার ৩০ মিনিট পূর্বে ও আগেই ওই টিকেট সংগ্রহ করা যাবে।

সূত্র : সিট প্ল্যান দেখে অনলাইনে ট্রেনের টিকেট কেনার নতুন নিয়ম  [চ্যানেল আই, ২৯ অক্টোবর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!