সাংবাদিক পান্নাকে পাকুন্দিয়া প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান


পাকুন্দিয়া প্রতিনিধি (কিশোরগঞ্জ) ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নাকে সংবর্ধনা দিয়েছে পাকুন্দিয়া প্রেসক্লাব। ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যকরি পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় আজ (রোববার) সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের প্রচার সম্পাদক প্রভাষক তরিকুল হাসান শাহীনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামান, সদস্য সুমন সরকার, আরিফুল হাসান আরজু, মঞ্জুরুল হক, রাজন সরকার, দিলিপ রবিদাস, ক. ম. মুহিবুল্লাহ বচ্চন, এম এ হান্নান, হুমায়ূন কবীর, শাহারিয়ার হৃদয়, নূরুল জান্নাত মান্না। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সংবর্ধিত অতিথি জান্নাতুল ফেরদৌস পান্না।

পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, জান্নাতুল ফেরদৌস পান্না তার একাগ্রতা, দৃঢ় মনোবল ও সৎ সাহসিকতাই তাকে এতদূর এগিয়ে নিতে সাহায্য করেছে। একজন গ্রামের মেয়ে হয়েও তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। এটা আমাদের গর্বের বিষয়। তাই আমি পাকুন্দিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তার ভবিষ্যত জীবনের আরো উন্নতি, সাফল্য ও সম্মৃদ্ধি কামনা করছি।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ৬০২ ভোট পেয়ে জান্নাতুল ফেরদৌস পান্না কার্যকরি পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি পাকুন্দিয়া প্রেসক্লাবের একজন সদস্য। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামে ১৯৮৩ সালের ১০ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কেরামত আলী ও মাতার নাম সামছুন্নাহার। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি প্রথম। ছোটবেলা থেকেই তিনি কবিতা ও সাহিত্যাঙ্গনে লেখালেখির সাথে জড়িত। বর্তমানে তিনি আমাদের অর্থনীতি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

Similar Posts

error: Content is protected !!