কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে (ভৈরব-কিশোরগঞ্জ) মহাসড়কের আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সুধীর চন্দ্র বর্মন (৪৫) নামে একজন মাছ ব্যবসায়ী মারা গেছেন।

স্থানীয়রা জানান, আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিক্সা অতিক্রম করতে গিয়ে হঠাৎ ঘটনাস্থলে উল্টে যায় ট্রাকটি। এসময় ড্রাইভারের পাশে থাকা সুধীর চন্দ্র বর্মন গুরুতর আহত হন।

পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধীর চন্দ্র বর্মন কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার মৃত শিব চন্দ্র বর্মনের ছেলে।

হাইওয়ে পুলিশ পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান বলেন, “ঘটনার পর ড্রাইভার পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক করা হয়েছে”।

Similar Posts

error: Content is protected !!