সংবাদদাতা ।।
উপজেলা সদরের পশ্চিমগ্রাম জামে মসজিদের পুকুর খনন কাজে নিয়োজিত এক শ্রমিকের কোদালের আঘাতে অন্য আরেক শ্রমিকের পাছার মাংস কেটে যায়।
এলাকাবাসী জানায়, উপজেলা সদরের পশ্চিমগ্রাম জামে মসজিদের একটি পুকুর খনন কাজে গত কয়েকদিন যাবৎ কয়েকশ’ শ্রমিক কাজ করছে। গতকাল খননের কাজ করতে গিয়ে অসাবধানবশত পুকুরপাড়ের আদম আলীর ছেলে হান্নানের কোদালের আঘাতে খালিশারহাটি গ্রামের রইছউদ্দিনের ছেলে বাবুলের পাছার মাংস কেটে যায়। দ্রুত নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভেতর ও বাইরে মোট ৩০টি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
পৃথক ঘটনায় ছেলের হাতে একজনের পাছা কর্তন
